About.

We Before we give any introduction about Jay Maa Shoiloputri Shaktipith let’s chant the holy name of Maa Shoiloputri with unmixed devotion and stay protected against all odds and enemies in our lives!

Jay Maa Shoiloputri Shaktipith is a non-profit holy organization devoted to the service of Maa Shoiloputri including propagation and expansion of her holy worship amongst the people at large. Since Maa Shoiloputri is another form of Devi Durga the symbol of omniscience and omnipresence to kill all the evils and protect the suffering humanity we follow few fundamental principles:

  • That we are the servants of Maa Shoiloputri and we cannot do anything – good or bad.

  • That Ma Shoiloputri is the only giver; she gives as per the worth of the individuals.

  • That the only healer is Maa Shoiloputri, not us! Hence we never guarantee for any healing as such.

  • That we strongly recommend the Puja and Habana of Maa Shoiloputri at every household without imposing any conditions. The result is at the discretion of the deity.

  • That we do not entertain any request for black magic including tantric eccentricities like “Sammohan”, “Bashikaran”, “Uchatan”, Bidweshan", “Maran” etc.

We accept donations only from the devotees and keep books of accounts with utmost transparency. No donations without devotion are accepted in our organization. Finally buying holy merchandise is at the sole discretion of the devotees.

"Jay Maa Shoiloputri! "

সবাই মিলে মা শৈলপুত্রী বলো। মার কথা শুনে চলো। সময় পেলে হরিবোল হরিবোল বলো।

যতদিন যাচ্ছে মা শৈলপুত্রীর পূজা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। যাঁরা যাঁরা ইতিমধ্যে বাড়ীতে মায়ের পূজা করিয়েছেন তাঁদের অভিজ্ঞতা শুনতে পাই রোজ। একটা সাধারণ অভিজ্ঞতা হল বাড়ীতে অশান্তি ও ভয়ের বাতাবরণ ম্যাজিকের মত হ্রাস পাওয়া। শত্রুরা কোথাও আর আগের মত নেই। তারা কোনো এক অজানা কারনে আর তেমন করে বিরোধ বা আপত্তি করছেনা কোনোকাজে। অর্থাৎ শত্রুতার প্রশমন হচ্ছে। অনেকদিনের পুরানো সমস্যা এতদিন যেখানে অচলাবস্থা তৈরী করেছিল আস্তে আস্তে ফাঁস আলগা হচ্ছে সেখানেও। সেটাইবা কম কি?

যাঁরা যাঁরা আমাদের কাছে আসেন আমরা তাঁদের প্রত্যেককে একটি কথাই বলি - আমরা ব্ল্যাকম্যাজিক জানিনা! মারণ, উচাটন, বশীকরণের জন্য দয়াকরে আমাদের কাছে আসবেন না। আমাদের কোনো অলৌকিক ক্ষমতা নেই। মাকে ডাকুন, প্রার্থনা করুন তাঁর রাতুল চরণে। তিনি চাইলে কোনোকিছুই অসম্ভব নয়!

জয় মা শৈলপুত্রী শক্তিপীঠে নতুন, পুরাতন সমস্ত ভক্ত ও পূণ্যার্থীদের একটাই মন্ত্র দেওয়া হয় - এখানে অর্থ নয় ভক্তিই হল একমাত্র যোগ্যতা। যদি বিশ্বাস রাখেন মায়ের উপর সবার আগে মা-ই সেটা বুঝতে পারবেন। তখন কার সাধ্য আপনাকে আটকায়?

জয় মা শৈলপুত্রীর জয়!

জয় মা শৈলপুত্রী শক্তিপীঠের জয়!

জয় মা শৈলপুত্রী শক্তিপীঠের